মাধবপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

মাধবপুর প্রতিনিধি


মার্চ ১৬, ২০২১
১২:৪৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
১২:৪৮ অপরাহ্ন



মাধবপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

হৃদয় পাঠান উজ্জ্বল

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম। এ সময় তার কাছ থেকে একটি চোরাই প্রাইভেটকার জব্দ করেছে ডিবি।

সোমবার (১৫ মার্চ) রাতে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মাধবপুর থেকে তাকে আটক করে।

এ ব্যাপারে হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি আল আমীন বলেন, ‘শুনেছি ঢাকা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর থেকে একজন এবং হবিগঞ্জ থেকে একজনকে আটক করেছে। তবে এ ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয়নি।’

এ নিয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আনু মোহাম্মদ সুমন জানান, পাঠানকে আটকের বিষয়টি তার জানা নেই।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘উজ্জ্বল নামের এক যুবককে ঢাকা ডিবি পুলিশের একটি টিম আটক করেছে। তবে আমাদেরকে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়া কী অভিযোগে আটক করা হয়েছে সেটিও জানা যায়নি।’

একটি সূত্রে জানা গেছে, আটককৃত ছাত্রলীগ সাধারণ সম্পাদক উজ্জ্বলের অপরাধ জগতের সাথে সম্পৃক্ততা রয়েছে। মাদক ও চোরাচালানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার আটক হলেও প্রভাব বিস্তার করে মুক্তি পান তিনি।

 

এসডি/আরআর-০৪