নবীগঞ্জে মাদরাসাছাত্রকে নির্যাতন, অভিযুক্ত প্রিন্সিপাল

নবীগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৬, ২০২১
০২:২৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
১০:৫০ অপরাহ্ন



নবীগঞ্জে মাদরাসাছাত্রকে নির্যাতন, অভিযুক্ত প্রিন্সিপাল

অভিযুক্ত প্রিন্সিপাল মুজিবুর রহমান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দৌলতপুর শাহ জালাল লতিফিয়া মাদরাসার প্রিন্সিপাল কর্তৃক ৬ষ্ঠ শ্রেণির কোমলমতি ছাত্র নজমুল হোসেনকে (১২) বেধড়ক মারধরের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মাদরাসায় পাঠদান চলাকালীন সময়ে।

খবর পেয়ে ওই ছাত্রের পিতা উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের আব্দুল খালিক মাদরাসায় গিয়ে আহত ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়েছেন। ওই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ছাত্র অসুস্থ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ওই মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র উপজেলার বাজকাশারা গ্রামের আব্দুল খালিকের ছেলে নজমুল হোসেনকে (১২) কথা না শোনার অজুহাতে ব্যাপক বেত্রাঘাত করেন প্রিন্সিপাল মুজিবুর রহমান। এতে তার শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়। বিষয়টি জানাজানি হলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন প্রিন্সিপাল। একপর্যায়ে মাদরাসার ছাত্র নজমুলের অবস্থার অবনতি হলে তার পিতা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে ওই মাদরাসার কয়েকজন শিক্ষক আহত ছাত্রের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত প্রিন্সিপাল মুজিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, 'ছাত্ররা দুষ্টুমি করলে শাস্তির বিধান রয়েছে। এখানে দোষের কিছু নেই।'

 

এএম/আরআর-১১