শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৭, ২০২১
১০:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
১০:৪০ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রেলওয়ে পার্কিং এ বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান প্রমুখ।

এস ডি/বি এন-১৭