নবীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

নবীগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৭, ২০২১
১২:৪৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
১২:৪৯ অপরাহ্ন



নবীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

হবিগঞ্জের নবীগঞ্জে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং নবীগঞ্জ পৌরসভা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহ নেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

এছাড়া বক্তব্য দেন, উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীরপ্রতীক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আলম, সাধারণ সম্পাদক নির্মুলেন্দু দাশ রানা প্রমুখ।

 

এএম/আরআর-০২