খেলা ডেস্ক
মার্চ ১৭, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন
মুজিব শতবর্ষ উদযাপনে ক্রীড়াঙ্গনে সবচেয়ে আকর্ষণীয় ছিল এশিয়া-অবশিষ্ট বিশ্ব একাদশের লড়াই। গত বছর ২১ ও ২২ মার্চ হওয়ার কথা ছিল দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু মিরপুরে বিশ্ব তারকাদের আসতে দেয়নি করোনা।
ক্রিকেট ফিরছে স্বাভাবিক নিয়মে। মুজিব শতবর্ষ উদযাপিত হবে ডিসেম্বর পর্যন্ত। তাই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আত্মবিশ্বাসী যত দ্রুত সম্ভব সিরিজটি আয়োজন করবেন।
‘যেহেতু জন্মবার্ষিকী উদযাপন বাড়ানো হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত, তাই আমরা একটা আশার আলো দেখছি। ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব এই সিরিজটি করার। আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। যেহেতু কভিড আক্রান্তের সংখ্যা কমছিল তাই আমরা ভেবেছিলাম মার্চের শেষেই যোগাযোগ করব। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে। তবে যদি সুযোগ পাই, তবে প্রথম সুযোগেই আমরা এ খেলাটা আয়োজন করে ফেলব।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে বুধবার মিরপুরের অ্যাকাডেমি মাঠে কোরআন পাঠ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে এই আশাবাদ ব্যক্ত করেন বিসিবি প্রধান।
আরসি-০২