নবীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২১
১০:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
১০:৪৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে দিপু শীল (১৭) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার (১৭ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত দিপু শীল উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বিজয় শীলের পুত্র।
মধ্য প্রাচ্যের দেশ ওমান যাওয়ার কথা ছিল দিপু শীলের। বড় ভাই ওমান প্রবাসী অপু শীল ভিসা দিয়ে তাকে সেখানে নিবে। সে লক্ষ্যে টাইলস এর কাজ ও শিখে দিপু। কিন্তু বুধবার রাতে অজ্ঞাত কারনে বিষপান করে ঘরে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুর কূলে ঢলে পড়ে দিপু শীল।
দিপুর ভাই তপু শীল জানান, তার ছোট ভাই দিপু শীল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। তাকে সিলেটে ডাক্তারও দেখানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে খাওয়া শেষে হঠাৎ তার বুকে ব্যথা করে বলে জানায়।
এ সময় মুখ থেকে দুর্গন্ধ দেখে তাৎক্ষনিক নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার সিলেট প্রেরণ করেন। কিন্তু কি কারনে ওই দিপু শীল বিষ খেয়েছে তা তারা জানেন না। দিপু শীলের মা’য়ের সাথে কথা বলা চেষ্টা করেও সম্ভব হয়নি।
ছেলের মৃত্যুর খবরে তিনি কান্নায় বারবার মুর্”ছা যাচ্ছিলেন। রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দিপু শীলের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের হিমাগারে রয়েছে। ময়না তদন্ত শেষে বাড়িতে আনা হবে বলে জানান তার পরিবার।
এ এইচ/বি এন-০৬