সুনামগঞ্জে হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি


মার্চ ১৯, ২০২১
০৯:১৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২১
০৯:২২ পূর্বাহ্ন



সুনামগঞ্জে হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, লুটপাট, নির্য়াতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও ও মাধবপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ।

শুক্রবার( ১৯ মার্চ) সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা গেটের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের শত শত লোক অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, মনোজকান্তি পাল, শ্রীদাম দাশগুপ্ত, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনিল কুমার দাশ, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী রাজিব দেবরায়, মাধবপুর পৌর শাখার সভাপতি পংকজ কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা সুখেন দেবনাথ, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, দিপক পাল, অজুর্ন পাল প্রমুখ।

বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

এস এম/বি এন-০১