ক্রীড়া প্রতিবেদক
মার্চ ১৯, ২০২১
০৫:৪৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৯, ২০২১
০৬:৩৪ অপরাহ্ন
দুই বাংলা জনপ্রিয় খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র নতুন প্লাটফর্মে যাত্রা শুরু করেছেন। নিজের নামে (utpalshuvro.com) একটি ওয়েবসাইট চালু করেছেন। আজ শুক্রবার (১৯ মার্চ) এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকের বিভিন্ন সফরের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে লেখা থাকবে। যার মাধ্যমে পাঠকরা জানতে পারবেন অনেক অজানা সব তথ্য। এছাড়া এই ওয়েবসাইটে লিখবেন বাংলা ভাষায় সেরা ক্রীড়া লেখকেরা। অতিথি কলামে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কলামও প্রকাশিত হবে।
এ বিষয়ে উৎপল শুভ্র বলেন, এই ওয়েবসাইটকে বড় একটা সামাজিক আন্দোলনের মঞ্চ করে তুলতে চাই। খেলার মূল যে উদ্দেশ্য শারীরিক ও মানসিক বিকাশ, সেই চেতনায় সবাইকে উজ্জীবিত করতে সমস্বরে একটা স্লোগান তুলতে চাই। বিকেলবেলায় আবার মুখরিত হয়ে উঠুক বিরান পড়ে থাকা খেলার মাঠগুলো। শুধু লেখায় সেই আহ্বান জানানোতেই দায়িত্ব শেষ মনে করলে সেই সুবচন নিশ্চিত নির্বাসনে যাবে। অতিমারিসৃষ্ট এই দুর্যোগকাল শেষ হলে মাঠে নেমেই সবাইকে মাঠে আসার ডাক দেওয়ার পরিকল্পনাও আছে।
তিনি আরও বলেন, পরিকল্পনা আছে আরও অনেক কিছুরই। এক দিনে হয়তো সব হবে না। তবে এটা কে না জানে, দীর্ঘতম যাত্রাও সূচিত হয় একটি পদক্ষেপের মাধ্যমেই। প্রথম পদক্ষেপটা আমিই ফেললাম, এর পরের প্রতিটিতেই আপনাকে যেন সঙ্গে পাই।
নতুন এই যাত্রা শুরু সহজ ছিল না উল্লেখ করে খ্যাতিমান এই ক্রীড়া সাংবাদিক বলেন, সাংবাদিকতা ক্যারিয়ারের তিন দশকের মাথায় এসে নতুন এই যাত্রা শুরু করাটা সহজ ছিল না আমার জন্য। এই পথ পাড়ি দিতে অনেকেই সহযোগিতা করেছেন। তাদের নাম আমার হৃদয়ে লেখা আছে।
আরসি-১৮