সিলেট মিরর ডেস্ক
মার্চ ২১, ২০২১
০৭:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২১
০৭:৩৩ পূর্বাহ্ন
ভারত-ইংল্যান্ডের ৫ম টি-টোয়েন্টি ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছিল। আগের চারটি ম্যাচ সমান সমান জয়ে ভাগাভাগি করে নেওয়ায় শনিবার আহমেদাবাদের ম্যাচটি হয়ে উঠেছিল সিরিজ নির্ধারণী। নাটকীয়তায় ঠাঁসা ম্যাচ জিতে সিরিজ শেষ পর্যন্ত নিজেদের করে নিল কোহলিবাহিনী।
প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্দান্ত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৪ রান করে ভারত, যা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান।
উদ্বোধনী জুটিতেই আসে ৯৪ রান। ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৪ রান করেন রোহিত। রোহিত আউট হলেও বিরাট কোহলি অপরাজিত থাকেন ৮০ রানে। তার ৫২ বলের ইনিংসে ছিল ৭ চার আর ২ ছক্কা। পান্ডিয়া ছিলেন ১৭ বলে ৩৯ রানে অপরাজিত।
২২৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ১৮৮ রানে থেমে যায় ইংল্যান্ড। ৩৬ রানে ম্যাচ জিতে নিল ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ এ নিজেদের করে নিলেন স্বাগতিকরা।
এএন/০৫