শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মার্চ ২২, ২০২১
০৯:১৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০৯:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকের টাকার জন্য মারধরের অভিযোগ একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার (২২ মার্চ)সকাল ৯ টায় শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া থেকে আসামি সুজন(২৮) কে আটক করা হয়েছে। আসামী সুজন শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়ার মুহিত মিয়ার ছেলে।
আটককৃত আসামী সুজন মিয়া মাদকের টাকার জন্য তার বাবা মা ও পরিবারের লোকজনের সাথে প্রায়ই মারামারি করে আসছিল। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএইচ/আরসি-১৩