সিলেট মিরর ডেস্ক
মার্চ ২২, ২০২১
০৯:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০৯:৫৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে খুরধর বিলের পাড়ে গর্ত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় ১২ দিনেও মিলেনি।
পুলিশ বলছে, পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। ইতিমধ্যে লাশের রহস্য উদঘাটন করতে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘উদ্ধার হওয়া তরুণীর লাশের পরিচয় শনাক্তের অনেক চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ডিএনএ টেস্টের জন্য আলামত ঢাকায় পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হলে ঘটনার রহস্য উদঘাটন অনেক সহজ হতো।’
ওসি আরও বলেন, ‘যেহেতু বিলের পাড়ে গর্তের ভেতরে ঢুকানো ছিল লাশটি, সেহেতু এটা নিশ্চিত যে ওই তরুণীকে খুনের পর লাশ লুকিয়ে রাখা হয়েছে।’
এদিকে, গত ১১ মার্চ উপজেলার খুরধর বিল এলাকা থেকে গর্তে লুকিয়ে রাখা অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দি মরদেহ টেনে বের করে একদল কুকুর।
এ সময় বিষয়টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাত একটি মামলা দায়ের করে মাধবপুর থানা পুলিশ।
এস.এম/বি এন-০২