শায়েস্তাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৩, ২০২১
১০:৩২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২১
১০:৩৪ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৩ মার্চ ) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।

সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব,  র্যাবের এ এসপি মো. লুৎফুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রমা পদ দে,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান,উপজেলা প্রকৌশলী ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক,নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, ব্রাক্ষণডুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী দিলু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ। 

এস ডি/বি এন-০৮