নবীগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৩, ২০২১
১২:৫৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৩, ২০২১
১২:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ করেছে। সর্বোপরি দেশ এগিয়ে যাচ্ছে। ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। অনিয়ম-দুর্নীতি থেকে সবাই বিরত থাকতে হবে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে নবীগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাংবাদিক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীরপ্রতীক)।
এছাড়া বক্তব্য দেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আল আসিফ আবেদীন, প্রধান শিক্ষক রাহেলা খানমসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চা-বাগানের ছাত্র/ছাত্রীদের মধ্যে ২০টি বাইসাইকেল, ৫ জন ভিক্ষুকের মাঝে ৫টি সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করেন। এছাড়া ১৩টি ইউনিয়নের ১৭ জন দুস্থ মানুষকে ১৭টি ভাসমান দোকান ঘর প্রদান করেন তিনি। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এএম/আরআর-০৬