শায়েস্তাগঞ্জে বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৫, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২১
০৭:৪০ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ২৫ মার্চ উপলক্ষে  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে পুষ্স্তবক অর্পণ করা হয়।

জানা যায়, শায়েস্তাগঞ্জ বধ্যভূমিতে শায়িত ১১জন মুক্তিযোদ্ধার গণকবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, র্যারের এএসপি লুৎফুর রহমান,শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ দেব, পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, বীর মুক্তিযুদ্ধা  সফিকুল ইসলাম, সার্জেন্ট আব্দুল আলী, গোলাম মরতুজা, আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান,  কাউন্সিলর রজব আলী, সকল উপজেলার কর্মকর্তা পৌর পরিষদসহ অন্যান্য নেত্রীবৃন্দ শহীদদের গণ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জনান।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ১১জন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে এ বধ্যভূমিতে গণকবর দেয়। 

এদের মধ্যে লালচান চা-বাগানের চা শ্রমিকসহ বিভিন্ন স্থান থেকে ধরে আনা ১১ জনের একজন মুসলমানও ছিল।  

শায়েস্তাগঞ্জের গণকবরে শায়িত শহীদরা হলেন, অনু মিয়া, শ্রী কৃষ্ণ বাউরি, জয়াজ কুমার, শ্রী বভাবরা বাউরি, শুনিলা বাউরি, নেপু বাউরি, লাল সাধু বাউরি, রাজেন্দ্র রায়, গফুর রায়, মহাদেব বাউরি ও দিপক বাউরি।

এস ডি/বি এন-০১