শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৭, ২০২১
০৬:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০৬:৪৬ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার

স্বাধীনতা দিবসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক সংগঠন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ  কর্মসূচী পালন করছে। কোথাও কোথাও আবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িয়ে পড়ছে সংঘাতে। 

শুক্রবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা করে কিছু উগ্রবাদীরা। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল দীর্ঘ সময়। বর্তমানে রেলযোগাযোগ স্বাভাবিক হলেও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় জোরদার করা হয়েছে শায়েস্তাগঞ্জে রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা।   

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, শায়েস্তাগঞ্জ রেলজংশনে সার্বক্ষনিক পাহারায় নিযুক্ত করা হয়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে দলবেঁধে টহল দিতে দেখা গেছে শায়েস্তাগঞ্জ থানার কর্মকর্তাদের।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, হেফাজতের কর্মীরা যাতে কোনো ধরণের নাশকতামুলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য শায়েস্তাগঞ্জ থানার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সর্বত্র নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এইচডি/আরসি-০২