নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশড বাংলাদেশ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২১
০৬:০৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০৬:০৪ অপরাহ্ন



নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশড বাংলাদেশ

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে অনুষ্ঠিত শেষ ম্যাচে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৩১৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলে। জবাবে টাইগাররা গুটিয়ে যায় ১৫৪ রানে। শুক্রবার ওয়েলিংটনে তারা হেরেছে ১৬৪ রানের বিশাল ব্যবধানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৮ রান তোলে কিউইরা। জবাবে ৪২.৪ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৫৪ রানে। সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এটি টাইগারদের ২৯তম হার।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৮/৬ (গাপটিল ২৬, নিকোলস ১৮, কনওয়ে ১২৬, টেইলর ৭, ল্যাথাম ১৮, মিচেল ১০০*, নিশাম ৪, স্যান্টনার ৩*; মুস্তাফিজ ১/৮৭, তাসকিন ১/৫২, রুবেল ৩/৭০, মেহেদি ০/৪৬, মিরাজ ০/২৩, সৌম্য ১/৩৭)

বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৫৪ (তামিম ১, লিটন ২১, সৌম্য ১, মিঠুন ৬, মুশফিক ২১, মাহমুদউল্লাহ ৭৬*, মিরাজ ০, মেহেদী ৩, তাসকিন ৯, রুবেল ৪, মোস্তাফিজ ৩; হেনরি ৪/২৭, বোল্ট ০/৩৭, জেমিসন ১/৩০, নিশাম ৫/২৭, মিচেল ০/২৫, স্যান্টনার ০/৭)।

এএন/০২