হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ১০

হবিগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৭, ২০২১
১১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০১:৩১ অপরাহ্ন



হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ১০

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১০ জনকে।

শনিবার (২৭ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, দুপুরে ছাত্রদলের কর্মসূচি ছিল। এ সময় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, 'বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্যকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ১০ জনকে আটক করা হয়েছে।'

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা বলেন, 'পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত কথা বলব।'

 

এসআর/আরআর-০১