সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৮, ২০২১
০৭:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০৭:১০ পূর্বাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় কাপনের কাপড় পড়ে পিকেটিং করছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ঢাকা সফরবিরােধী বিক্ষোভে হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের বাহুবলে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীরা হরতাল পালন করছেন।
আজ রবিবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থান অবরােধ করে তারা এ হরতাল পালন করছেন। এ সময় কিছু নেতা কর্মীদের কাপনের কাপড় পড়ে মহাসড়ক অবরােধ করতে দেখা যায়। এতে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আব্দুল খালিক ও মাওলানা আজিজুর রহমান মানিক।
এসময় হরতাল পালনে কোনাে ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
বিএ-০৮