শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২১
০৮:৩০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২১
০৮:৩০ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে চৈত্র মাসের প্রথম তীব্র ঝড়সহ শিলা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯ টা থেকে শুরু হয় প্রবল ধমকা হাওয়া। এর কিছুক্ষণ পরেই প্রবল ঝড় শুরু হলে, শুরু হয় শিলা বৃষ্টি।
প্রায় এক ঘন্টার ঝড় বৃষ্টিতে পুরো দশ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে প্রচন্ড ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে।
এদিকে শিলাবৃষ্টিজনিত কারণে ফসলের বেশ ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। এই মৌসুমে শিলা বৃষ্টিতে আমের মুকুলের ও ক্ষতি হয়েছে।
তাৎক্ষণিকভাবে ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা অনুমান করা যায়নি।
এই মৌসুমে শুধু বৃষ্টিপাত হলে ফসলী জমির জন্য বেশ উপকার হত, আর কিছুদিনের মধ্যেই কৃষি জমিতে ধান গজাবে।
কিন্তু শিলাবৃষ্টির কারণে অনেক ধান গাছের আগা ভেঙ্গে গিয়েছে, এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কৃষকরা।
এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, শিলা বৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। তারপরও যদি কোন কৃষকের ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণের ব্যবস্তা করা হবে।
এস ডি/বি এন-০২