শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২১
১২:০২ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২১
১২:০২ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রীসহ পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করেছেন মাদকাসক্ত স্বামী। এ সময় স্ত্রী জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ নেশাগ্রস্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সুশান্ত সেন (৩৯) উপজেলার পূর্ব বড়চর গ্রামের সুশাংক সেনের ছেলে। বুধবার (৩১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (৩০ মার্চ) রাতে নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা চান মাদকাসক্ত স্বামী সুশান্ত সেন। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুশান্ত ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিলে তাদেরকেও মারধর করেন মাদকাসক্ত সুশান্ত। পরে স্ত্রী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ থানার পুলিশকে ঘটনাটি অবহিত করে ৯৯৯ কর্তৃপক্ষ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, 'সুশান্ত সেন মাদকাসক্ত। তিনি পেশায় কাঠমিস্ত্রি। প্রতিদিন ভালো টাকা-পয়সা আয় করতে পারেন। তবে নেশা করার কারণে টাকা রাখতে পারেন না।'
তিনি আরও বলেন, 'প্রায়ই স্ত্রীর কাছে টাকা চান সুশান্ত। টাকা না দেওয়ায় স্ত্রীসহ পরিবারের লোকজনকে মারধর করেছেন তিনি।'
এসডি/আরআর-০২