হবিগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২১
০১:৩০ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২১
০১:৩০ অপরাহ্ন
হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হাই (৫৬) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল ৯ টায় তিনি মারা যান। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল হাই গত ২৩ মার্চ অসুস্থতা নিয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর সেখান থেকে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বুধবার সকালে আব্দুল হাই'র স্বজনরা তাকে সিলেট থেকে হবিগঞ্জে নিয়ে আসার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান করোনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসডি/আরআর-০৫