করোনা আক্রান্ত শচীন টেন্ডুলকার হাসপাতালে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
১১:২১ পূর্বাহ্ন



করোনা আক্রান্ত শচীন টেন্ডুলকার হাসপাতালে

করোনায় আক্রান্ত হওয়ার কয়েক দিনের মধ্যে শচীন টেন্ডুলকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ মার্চ) টুইটে নিজেই এই খবর জানান ‘মাস্টার ব্লাস্টার’।

এদিন সকালে শচীন লিখেছেন, ‘আপনাদের সবার শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করি কয়েক দিনের মধ্যেই বাড়িতে ফিরব। সবাই সাবধানে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন।’

এর আগে গত ২৭ মার্চ প্রকাশ্যে এসেছিল শচীনের করোনা আক্রান্ত হওয়ার খবর। টুইটে নিজেই খবরটি দিয়েছিলেন তিনি।

সেই সময়ে বলেন, ‘আমি সব ধরনের সচেতনতা অবলম্বন করেছিলাম। তারপরও হালকা উপসর্গের পর আজ করোনা পজিটিভ হলাম।’

‘অন্য অনেকের পাশাপাশি আমি দেশের সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সমর্থন করেছেন।’

‘আপনারা সবাই সাবধানে থাকবেন।’

শচীনের পাশাপাশি পরিবারের অন্যদেরও টেস্ট করা হয়। তারা অবশ্য নেগেটিভ।

হাসপাতালে ভর্তি হওয়ার খবরের পাশাপাশি বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তিতে দেশবাসী এবং তার একসময়ের সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন শচীন।

বিএ-০৫