সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৩, ২০২১
০৮:৫৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০৮:৫৭ পূর্বাহ্ন
ক্রিকেটবিশ্বের দুই লিজেন্ড শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার অটোগ্রাফ সম্বলিত দুইটি ক্রিকেট ব্যাট শুভেচ্ছা উপহার হিসেবে পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
নগর ভবনে মেয়র দপ্তরে রাসিক মেয়রের হাতে ব্যাট দুটি তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট।
এমন উপহার পেয়ে আপ্লুত রাসিক মেয়র। ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন, লারা ও পাইলটের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা উপহার দেয়ার বিষয়ে খালেদ মাসুদ পাইলট বলেন, সম্প্রতি ভারতে বিশ্বের সাবেক তারকাদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হয়। ওই টুর্নামেন্ট চলাকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভাইকে নিয়ে শচীন ও লারার সঙ্গে আলোচনা হয়। তারা দুইটি ক্রিকেট ব্যাটে স্বাক্ষর করে শুভেচ্ছা উপহার হিসেবে মেয়রকে দেন।
এএন/০৪