বিশাল ছক্কায় করোনাকে ওড়াবে শচীন : ওয়াসিম আকরাম

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২১
০২:২২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০২:২২ অপরাহ্ন



বিশাল ছক্কায় করোনাকে ওড়াবে শচীন : ওয়াসিম আকরাম

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। কিছু শারিরীক জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ভারতের ক্রিকেট ঈশ্বরের সুস্থতার জন্য গোটা ক্রিকেটবিশ্ব প্রার্থনা করছে। যাদের মাঝে আছেন পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম। 

টুইটারে আকরাম লিখেছেন, 'এমনকি তুমি যখন ১৬ বছরের কিশোর, তখন অসাধারণ দৃঢ়তা আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে মুখোমুখি হয়েছিলে। সুতরাং আমি নিশ্চিত যে তুমি কোভিড-১৯ কে বিশাল একটা ছক্কায় উড়িয়ে দেবে। দ্রুত সুস্থ হয়ে ওঠো কিংবদন্তি! যদি তুমি তোমার বিশ্বকাপ জয়ের দশকপূর্তির দিনটা হাসপাতালের চিকিৎসক আর নার্সদের সঙ্গে উদ্‌যাপন কর, ব্যাপারটা দারুণ হবে। ছবি দিতে কিন্তু ভুল করো না।'

এএন/০৫