সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৪, ২০২১
০১:৪৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২১
০১:৪৫ অপরাহ্ন
অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংদের রেকর্ড ভেঙে দিয়েছেন স্বদেশি নারী ক্রিকেটাররা। আজ রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নারী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে টানা ২২টি ওয়ানডে জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ২০১৭ সালের অক্টোবরের পর কোনো ওয়ানডে হারেনি অস্ট্রেলিয়া নারী দল।
এখন থেকে ঠিক ১৮ বছর আগে ২০০৩ সালে টানা ২১টি ওয়ানডে জয়ের বিশ্বরেকর্ড গড়ে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
রেকর্ডরাঙা জয়ের পথে নিউজিল্যান্ডে মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। মেগান স্কাট (৪/৩২) ও নিকোলা ক্যারের (৩/৩৪) দারুণ বোলিংয়ে ২১২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড নারী দল।
টার্গেট তাড়া করতে নেমে অ্যালিসা হিলি (৬৫), এলিস পেরি (৫৬*) ও অ্যাশলে গার্ডনারের (৫৩*) ফিফটিতে ৬৯ বল হাতে রেখে ছয় উইকেটের দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া।
এএন/০৬