সিলেট মিরর ডেস্ক
                        এপ্রিল ০৬, ২০২১
                        
                        ০১:৩২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : এপ্রিল ০৬, ২০২১
                        
                        ০১:৩২ পূর্বাহ্ন
                             	
                        
            
    
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার কোনো ইচ্ছা এখন নেই বলে জানিয়েছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের উন্নয়নে বিসিবিতে কাজ করার প্রস্তাব পেলে গ্রহণ করবেন-এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমি এই মুহূর্তে ক্রিকেট থেকে অবসর নেইনি। আমার এখনও ঘরোয়া ক্রিকেট খেলার ইচ্ছা আছে। ফলে আমি এখনই বোর্ডের কাজে অংশ নিতে পারব না।
এর আগে অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, 'আমি যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই হতে চাইব এবং আমি জানি বিসিবির ইতিহাসের সেরা হতে পারব। এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। আমি বিসিবি সভাপতি হলে যত ভালো কাজ করতে পারব তা আর কেউ পারবে না।'
এএন/০৭