ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ০৬, ২০২১
১২:২৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২১
১২:২৭ অপরাহ্ন
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত সেঞ্চুরিতে টানা দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে সহজেই হারাল বাংলাদেশ ইমার্জিং নারী দল।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা জিতেছে ৭ উইকেটে। ১৯৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ২৭ বল বাকি থাকতে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটিতে বাংলাদেশের মেয়েরা এগিয়ে ২-০ ব্যবধানে।
দলকে অনায়াস জয় এনে দেওয়ার মূল কারিগর জ্যোতি খেলেন অপরাজিত ১০১ রানের ইনিংস। অধিনায়কের ১৩৫ বলের ইনিংসে চার ১১টি। তাকে দারুণ সঙ্গ দেওয়া রুমানা আহমেদ অপরাজিত থাকেন ৪৫ রানে। চতুর্থ উইকেটে দুই জনের জুটি ১১৫ রানের।
প্রতিপক্ষকে দুইশর নিচে আটকে রাখতে বড় অবদান রেখেছেন রিতু মনি ও নাহিদা আক্তার। তারা প্রত্যেকে পেয়েছেন তিনটি করে উইকেট। আগামী বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৫০ ওভারে ১৯৬/৮ (স্টেইন ৮০, বোস ৪২, ফে ১৫, জোন্স ১৬*, নাহিদা ১০-০-৩৫-৩, রিতু ৮-১-২৫-৩।
বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৪৫.৩ ওভারে ১৯৭/৩ (মুর্শিদা ২১, নিগার ১০১*, ফারজানা ১৫, রুমানা ৪৫*; মাথে ৫-০-৩৬-১, অ্যান্ড্রুস ৮.৩-১-৩৩-১, বোস ৭-০-৩১-১।
এএন/০৩