সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৬, ২০২১
১২:৩৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২১
১২:৩৬ অপরাহ্ন
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈত বিভাগে সোনাম সুলতানা সোমা ও জাভেদের জুটি ৩-২ গেমে বাংলাদেশ সেনাবাহিনীর রিফাত মাহমুদ সাব্বির ও নওরীন সুলতানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। একই ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ পুলিশ।
এদিকে, পুরুষ দ্বৈত ইভেন্টেও স্বর্ণ বাংলাদেশ আনসারের। সজীব ও হৃদয় জুটি ৩-২ গেমে হাসিব ও সাব্বিরকে হারায়। মিশ্র দ্বৈতের মতো পুরুষ দ্বৈতেও রৌপ্য বাংলাদেশ সেনাবাহিনীর। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ পুলিশ ও আনসার।
অন্যদিকে, রাজশাহীতে টেনিসে নারীদের একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন বিকেএসপির জেরিন সুলতানা জলি। আর রৌপ্য জেতেন ঝালকাঠির সুস্মিতা সেন ও ব্রোঞ্জ পদক লাভ করেন বাগেরহাট জেলার আফ্রানা ইসলাম প্রীতি।
এএন/০৪