হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৬, ২০২১
১২:৫২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
১২:৫২ অপরাহ্ন



হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

হবিগঞ্জের লাখাইয়ে জায়গা দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গুয়াখারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন জানান, ওই গ্রামের আবুল গফুরের সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা-জমি নিয়ে আব্দুল হানিফের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল গফুর (৬০), শামিম মিয়া (৩২), জসিম মিয়া (২৮), পারভেজ মিয়া (২৬), আব্দুল হানিফ (৬৫), জয়নাল মিয়া (২৭), রহিম মিয়া (৩০) ও রাজু মিয়াকে (৩৩) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এসডি/আরআর-০৮