বাস্কেটবলে সেনাবাহিনীকে হারিয়ে নৌবাহিনীর স্বর্ণ জয়

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৮, ২০২১
০৬:২৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৬:২৯ অপরাহ্ন



বাস্কেটবলে সেনাবাহিনীকে হারিয়ে নৌবাহিনীর স্বর্ণ জয়

 

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস বাস্কেটবলে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫৭-৫২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জেতে নৌবাহিনী। 

আজ বৃহস্পতিবার ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের প্রথম কোয়ার্টারে দুরন্ত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। দলটি এগিয়ে ছিল ২১-৯ পয়েন্টে। তবে এরপর বাকি তিন কোয়ার্টারেই দাপট দেখায় বাংলাদেশ নৌবাহিনী। অধিনায়ক শোয়েবের তুখোড় নৈপুণ্যে শেষ হাসি হাসে দলটি। নৌবাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোর করেন শোয়েব, ২২ পয়েন্ট। মিথুন করেন ১৩ পয়েন্ট। সেনাবাহিনীর হয়ে তনু করেন সর্বোচ্চ ২২ পয়েন্ট। ১০ পয়েন্ট করেন বরকত।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থানধারী খেলোয়াড়দের পদক ও সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

গত ৪ এপ্রিল থেকে ১২ দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। পাঁচদিনের লড়াইয়ে শেষ স্বর্ণপদক জেতে নৌবাহিনী। সেনাবাহিনী জেতে রৌপ্য। বিমান বাহিনীকে হারিয়ে ব্রোঞ্জ জেতে রাজশাহী জেলা।

এএন/০৩