দুই ম্যাচ হাতে রেখে জ্যোতিদের সিরিজ জয়

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৮, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৬:৪২ অপরাহ্ন



দুই ম্যাচ হাতে রেখে জ্যোতিদের সিরিজ জয়

 

 

হ্যাটট্রিক জয়ে ৫ ম্যাচের সিরিজি নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়া নারী ইমার্জিং ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। ম্যাচে জাহানারা ও ফারিহা বিশ্রামে ছিল। 

টস জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। রিতু-রাবেয়াদের বোলিংতোপে ৩৩.৩ ওভারে মাত্র ৯২ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে অনিকা বোস। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপির ৪৬ রানের ইনিংসে ভর করে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। এছাড়াও ফারজানা করেন ১৬ রান। ম্যাচসেরা হয়েছেন রাবেয়া খান।

এএন/০৪