নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৮, ২০২১
১২:২৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৩:১২ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেছেন বুদ্ধি প্রতিবন্ধী এক নারী। মামলার আসামি হলেন মৃত তাজিম উল্লার ছেলে জসিম উদ্দিন।
মামলার বাদী মৃত কদর আলীর মেয়ে নুরুননেছা। মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে নবীগঞ্জ থানায় এফআইআর হিসেবে রেকর্ড করা হলেও আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত কদর আলীর বুদ্ধি প্রতিবন্ধী 'স্বামী পরিত্যক্তা' মেয়ে নুরুননেছাকে (২৪ ) প্রায় ৭/৮ মাস আগে বাড়িতে একা পেয়ে গভীর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক করে পাশের বাড়ির মৃত তাজিম উল্লার পুত্র জসিম উদ্দিন। নুরুননেছার মাও মানসিক ভারসাম্যহীন। এই সুযোগ কাজে লাগিয়ে লম্পট জসিম উদ্দিন একাধিক দিন নুরুননেছার সঙ্গে শারীরিক সম্পর্ক করার একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। নুরুননেছার পরিবার তার অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের জন্য তাকে বিয়ে করতে জসিমকে চাপ দিলে জসিম অস্বীকার করেন।
বুদ্ধি প্রতিবন্ধী নুরুননেছা তার অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবি নিয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার না পেয়ে অবশেষে বাধ্য হয়ে সংশ্লিষ্ট আইনে জসিম উদ্দিনকে আসামি করে হবিগঞ্জের নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি এফআইআর হিসেবে রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
এদিকে, মামলা এফআইআর'র খবর পেয়ে আসামি জসিম গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। গর্ভবতী মেয়ের অনাগত সন্তানের পিতৃ পরিচয় প্রদানসহ ন্যায়-বিচারের দাবি জানিয়েছেন মেয়েটির মা।
এ ব্যাপারে জানতে চাইলে আসামি জসিমের ভাই বজলু মিয়া ঘটনাটি মিথ্যা বলে দাবি করেছেন।
এএম/আরআর-০২