নবীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২১
০১:৪৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০১:৪৮ অপরাহ্ন



নবীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নুরুল আমিন

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির নেতা নুরুল আমিনকে চাঁদা না দেওয়ায় তিনি প্রতিপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী রিয়াজুল হক রাজু নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের পুরষোত্তমপুর জলচর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হিসেবে রিয়াজুল হক রাজু দায়িত্বপালন করে আসছেন। তিনি গত ১ বছর যাবত সর্দারপুর মৌজার ভান্ডাভান্ডি জলমহাল নীতিমালা অনুসারে লিজের মাধ্যমে ভোগ করছেন। জলমহালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন নানাভাবে রিয়াজুল হক রাজুকে হুমকি দিয়ে আসছেন।

গত ৩ এপ্রিল ১ লাখ ২০ হাজার টাকা না দিলে জলমহাল ভোগ করতে দেবেন না জানিয়ে একপর্যায়ে রাজুকে প্রাণনাশের হুমকি দেন নুরুল আমিন। গত ৪ এপ্রিল নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে রাজু ও তার পিতা শাহজাহান মিয়াকে পুনরায় বিএনপি নেতা নুরুল আমিন অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যার উদ্দেশে এগিয়ে গেলে রাজু ও তার পিতা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনার প্রতিকার চেয়ে গত ৫ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাজু।

এছাড়া নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিনের বিরুদ্ধে সরকারি দলের নেতাদের সঙ্গে যোগসাজসের মাধ্যমে উপজেলার বিভিন্ন জলমহাল নিয়ে বিগত সময়েও চাদাঁবাজির অভিযোগ রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তার তদবিরে অতিষ্ঠ বলে জানা গেছে। বিভিন্ন স্থানে নুরুল আমিন উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকর্তা ও সর্বসাধারণকে বিভ্রান্ত করে আসছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, 'এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

এএম/আরআর-০৬