সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৯, ২০২১
১১:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২১
১২:৩৩ অপরাহ্ন
দীর্ঘ ছ’দিন পর বৃহস্পতিবার হাসপাতাল ছাড়লেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার। স্বাভাবিকভাবেই এমন খবরে স্বস্তিতে তাঁর অনুগামীরা।
রায়পুরে ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ শেষ হওয়ার পর গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন শচীন। প্রথমে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার সতর্কতার জন্য চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন শচীন। এরপর ছোটবেলার বন্ধু অতুল রানাডে জানিয়েছিলেন, শচীনের শারীরিক পরিস্থিতি নিয়ে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। আরও ভাল চিকিৎসার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শচীনের শরীরে করোনার উপসর্গ ছিল এবং তাই এই সিদ্ধান্ত। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সরঞ্জাম সেখানে রয়েছে। সেকারণেই হাসপাতালে রাখা হয়েছে তাঁকে। অবশেষে করোনাকে জয় করে মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল থেকে এদিন বাড়ি ফেরেন তিনি।
বাড়ি ফিরেই টুইটারে লেখেন, “একটু আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। তবে আপাতত আইসোলেশনে বিশ্রামেই থাকতে হবে। আপনাদের শুভ কামনা ও ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। সত্যিই আমি আপ্লুত।” এরপরই হাসপাতালের দুর্দান্ত পরিষেবার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান শচীন।
প্রসঙ্গত, রোড সেফটি সিরিজে অংশ নেওয়া একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। ইউসুফ পাঠান, এস বদ্রীনাথের পর সংক্রমিতদের তালিকায় যুক্ত হন ইরফান পাঠানও। তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকলেও অতিরিক্ত সতর্কতা নিয়ে শচীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন তিনি অনেকটাই সুস্থ।
এএন/০১