বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের পেছনে ভারত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৯, ২০২১
১০:০৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২১
১০:০৪ অপরাহ্ন



বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের পেছনে ভারত

 

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্বকাপ সুপার লিগে এক লাফে ৮ নম্বর থেকে দুই নম্বরে চলে এসেছে পাকিস্তান। 

এদিকে, নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পরও বিশ্বকাপ সুপার লিগে ভারত-পাকিস্তানের ওপরে ছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে এবার টাইগারদের বেশ পেছনে ফেলে দিয়েছে বাবর আজমরা। পাকিস্তান ছয় ধাপ এগিয়ে আসায় টাইগাররা বিশ্বকাপ সুপার লিগে এক ধাপ পিছিয়েছে। 

৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৪০। ইংল্যান্ডের ৯ ম্যাচে ৪০ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ইংলিশরা। ৬ ম্যাচে ৪০ পয়েন্ট আছে অস্ট্রেলিয়ারও। তারা নেট রানরেটে ইংল্যান্ড-পাকিস্তানের থেকে পিছিয়ে থাকায় আছে তিন নম্বরে। ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে এখন তামিম ইকবালের দল ছয় নম্বরে।

৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ৮ নম্বরে। এছাড়া নিউজিল্যান্ড চারে, আফগানিস্তান পাঁচে ও ওয়েস্ট ইন্ডিজ সাতে অবস্থান করছে।

এএন/০৭