রোইংয়ে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জের দুই দল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২১
১১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
১১:৩৭ পূর্বাহ্ন



রোইংয়ে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জের দুই দল

 

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের রোইং ডিসিপ্লিনের পুরুষ ও নারী বিভাগে কেরানীগঞ্জের দুই দল আলীনগর রোইং ক্লাব চুনকুটিয়া রোইং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার রাজধানীর হাতিরঝিলে দিনব্যাপী হয়েছে গেমসের রোইং ডিসিপ্লিনের খেলা। নারীদের বিভাগে চুনকুটিয়া রোইং ক্লাব স্বর্ণ জিতেছে।

এই বিভাগে অংশ নেয়া তিনটি দলই ঢাকার। রৌপ্য জিতেছে ইউনিভার্সেল রোইং ক্লাব এবং ব্রোঞ্জপদক পেয়েছে নিউ ইয়ং স্টার রোইং ক্লাব। 

অন্যদিকে পুরুষ বিভাগে স্বর্ণ জয় করেছে আলীনগর রোইং ক্লাব। এই বিভাগে অংশ নিয়েছে পাঁচটি দল। রৌপ্য পেয়েছে নিউ গাজী ক্লাব এবং ব্রোঞ্জপদক জিতেছে বরিশাল রোইং ক্লাব।

এএন/০৩