মাধবপুর প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২১
০৮:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৮:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে গাড়ি চাপায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে নায়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মেছো বাঘটি রাতের আঁধারে কোনও এক সময় পার্শ্ববর্তী রগুনন্দন পাহাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসে ।
ঠিক এসময় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মেছো বাঘটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেছো বাঘটির মৃত্যু হয়।
এক বন কর্মকর্তা জানান, পাহাড়ে খাদ্য সংকট থাকায় মেছো বাঘ গুলো রাতের আঁধারে লোকালয়ে চলে যায় গ্রামের পুকুর থেকে মাছ খাওয়ার জন্য।
এদিকে, মৃত মেছো বাঘটি দেখার পর আশেপাশের পাহাড়ে মেছো বাঘ থাকার কারণে এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক দেখা দেয় ।
সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘রাত ১১ টায় স্থানীয় এক সাংবাদিক আমাদের এ বিষয়টি জানান। রাত গভীর হওয়া বন থেকে বেড়িয়ে আসা সম্ভব হয়নি। পরে সকাল ৯ টায় এসে মেছো বাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের এর জন্য পাঠানো হয়েছে।’
এস এম/বি এন-০১