হবিগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১১, ২০২১
০৫:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৫:৫৫ পূর্বাহ্ন



হবিগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে দুই ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। এ সময়  উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হন।

নিহত দুই ডাকাতের একজন মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০)। তবে অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর লোকজন এসময় চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে ধাওয়া করে দুই ডাকাতকে ধরতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘বেশ কিছুদিন থেকে ডাকাতদের উপদ্রব বেড়ে গেছে, আমরা প্রায়শই গ্রামের মানুষ মিলে পাহারা দেই, যাতে আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।  আমরা একজনের পরিচয় পেয়েছি এবং আরেকজনের পরিচয় সংগ্রহ করার চেষ্টা করছি।’

 

এসএইচআরডি-০১/এএফ-০৪