পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফর স্থগিত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১১, ২০২১
০১:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০১:০২ অপরাহ্ন



পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফর স্থগিত

 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি জানান, পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচিতে সিরিজটি আয়োজন করতে চান তারা।

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো একটা সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। যখনই একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো পরিস্থিতি অনুকূলে মনে করব তখনই আমরা করে ফেলব। ’

এর আগে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রবিবার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবাদের। কিন্তু করোনা পরিস্থিতি কারণে পাকিস্তানের দলটির সফর পিছিয়ে যায় ছয় দিন। তবে আগামী ১৪ এপ্রিল থেকে দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

এএন/০৪