সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১১, ২০২১
০১:১১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০১:১১ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে রেকর্ড গড়া জয় পেয়েছে বাবর আজমের দল। ৪ উইকেটের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল।
শনিবার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ৩৬ রানে দুই উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে করে ১৫৯ রান। দলের হয়ে ২৮ বলে ৫০ রান করেন অধিনায়ক হেনরি ক্লেসেন। ৩২ বলে ৫১ রান করেন ওপেনার অ্যাইডেন মার্কওরাম। ২৪ বলে ৩৪ রান করেন বিলজোয়েন।
টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৪১ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম (১৪)। পরে ফখরজামানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ২৭ রানে ফেরেন ফখর।
তিন উইকেটে ১৩২ রান করা পাকিস্তান পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
তবে শুরু থেকেই দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে ষষ্ঠ উইকেটে মাত্র ২৪ বলে ৪৮ রানের জুটি গড়েন। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। ২০তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে ব্যক্তিগত ৩০ রানে আউট হন ফাহিম আশরাফ।
তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় সহজ করেন হাসান আলী। পরের বলে নেন ডাবল রান। জয়ের জন্য শেষ দুই বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩ রান। পঞ্চম বলে মিস ফিল্ডিংয়ের কারণে দুই রানের পর তৃতীয় রান নিয়ে হাসান আলী ও মোহাম্মদ রিজওয়ান জয় নিশ্চিত করেন।
এএন/০৫