ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২১
০৫:৫৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৫:৫৭ অপরাহ্ন
সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে এবারের আইপিএলে শুভ সূচনা করেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে ১৮৭ রান করে কেকেআর। জবাবে হায়দরাবাদ ১৭০ রান করে।
রবিবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে টস করতে নামেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগান। আগে ব্যাট করতে নেমে কেকেআর উদ্বোধনী জুটিতে ৫৩ রান তুলে নেন নিতিশ রানা ও শুভমন গিল। ১৩ বলে ১৫ রান করে রশিদ খানের বলে আউট হন গিল। পরে রাহুল ত্রিপাটির সঙ্গে নিয়ে ৯৩ রানের জুটি বাধেন রানা। ২৯ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন রাহুল। ৫৬ বলে ৮০ রান করে মোহাম্মদ নবীর বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে আউট হন রানা।
ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৫ বলে ৩ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করে কলকাতা। হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন রশিদ খান।
জবাবে ৫ উইকেটে ১৭০ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ। দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৬১ রানে অপরাজিত থাকেন মানিষ পাণ্ডে। জন বেয়ারস্ট্রো ৪০ বলে ৫৫ ও আব্দুল সামাদ অপরাজিত ১৯ রান করেন। কেকেআর প্রসিধ কৃষ্ণ ২টি, সাকিব আল হাসান, প্যাট কামিন্স ও অ্যান্ড্রু রাসেল ১টি করে উইকেট পান। ম্যাচ সেরা হন বিজয়ী দলের নিতিশ রানা।
এএন/০৭