মাধবপুরে সংর্ঘষে ৫০ জন আহতের ঘটনা, আপোষে নিস্পত্তি

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২১
০৮:৪৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২১
০৮:৪৩ পূর্বাহ্ন



মাধবপুরে সংর্ঘষে ৫০ জন আহতের ঘটনা, আপোষে নিস্পত্তি

হবিগঞ্জের মাধবপুরে উপজেলার আদাঐর ইউনিয়নে সিএনজি অটোরিকশার চাপায় কুকুর মারা যাওয়ার জের ধরে ঘিলাতলি ও মিঠাপুকুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। 

উক্ত সংঘর্ষের সংবাদ প্রাপ্তির পর মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সোমবার বিকালে (১২ এপ্রিল ) হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক,আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুল ইসলাম,  সাবেক চেয়ারম্যান এহতেশামুল বর চৌধুরী লিপু  উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম,সহ প্রমূখ।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় দুই গ্রামের বাসিন্দাদের নিয়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমস্যার সুষ্ঠু সমাধান কর হয়। 

এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে না মর্মে তারা পুলিশ প্রশাসনের কাছে কথা দেন। 

উল্লেখ্য গত রবিবার সিএনজি অটোরিকশার চাপায় একটি কুকুরের মৃত্যু নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে  ৫০ জন আহত হন। 

বিরোধ নিস্পত্তির বিয়ষটি  মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ নিশ্চত করেছেন।

এস এম/বি এন-০১