শায়েস্তাগঞ্জে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২১
০২:০৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০২:০৯ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  পুরানবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের আকবর হোসেনের ছেলে মো. নুর হোসেন (৫৫), একই গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. রহিম আলী (৩০), আব্দুল হাইর ছেলে মো. হারুনুর রশিদ (৩৩), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. সোহেল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের ফুরুক মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩০), হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিন চরহামুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. জমির আলী (২৮), বাহুবল উপজেলার আব্দুল হেকিমের ছেলে মো. সেলিম মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বুধবার বিকেল ৩ টায়  বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদেরকে পুরানবাজারে নদীর বাধে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

এসডি/বিএ-০৬