নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২১
০৩:০৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২১
০৩:০৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১৪ এপ্রিল) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামে দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের কাদির মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা তার চাচাতো ভাতিজা নুরুল গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে ও থানায় মামলাও করা হয়। এমন বিরোধ থেকেই বুধবারের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সংঘর্ষে আহতরা হলেন- আব্দুল কাদির (৫৫), তার স্ত্রী রিনা বেগম (৪৫), ছেলে ইমন মিয়া (১৯), আবু ইউসুফ (২৫), ভাতিজা আব্দুল আজিদ (৩৬), তার বোন শিবলি বেগম (৪০) ও স্বামী আব্দুল আজাদ (৫০) সহ অন্তত ২০ জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় রিনা বেগম ও তার ছেলে ইমন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্য আহতদের নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এএম/আরআর-০৩