শায়েস্তাগঞ্জে বেশি দামে সবজি বিক্রি করায় জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২১
০৭:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৭:৪৬ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে বেশি দামে সবজি বিক্রি করায় জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে সবজি বিক্রি করার অপরাধে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর কাঁচাবাজার ও আলীগঞ্জ কাচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম । 

এ সময় অধিকমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা না থাকায় "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ " এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী সাত ব্যবসায়ীকে  ৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। 

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিনহাজুল ইসলাম  বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লকডাউনের অজুহাতে সবজি বিক্রেতা ক্রেতাদের কাছ থেকে অধিকমূল্যে সবজি বিক্রি করছিলো। তাই তাদের কে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।’

এস ডি/বি এন-০১