শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২১
০৭:৫৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৭:৫৬ পূর্বাহ্ন
পহেলা রমজান থেকেই শায়েস্তাগঞ্জে প্রচন্ড দাবদাহ চলছে। ১৭ ই এপ্রিল রাত দুইটা থেকে একটানা বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে।
বৃষ্টির কারণে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পানি জমে গেছে। একই সাথে প্রচন্ড ধুলোবালি থেকে নাগরিক জীবনে অনেকটা শান্তি ফিরে এসেছে।
পাশাপাশি জমিতে পানির অভাবে যখন বিভিন্ন রকম ফসল নষ্ট হচ্ছিল, বোরো ধান শেষ হয়ে আসছিল, ঠিক সে সময়, এক ফসলা বৃষ্টি যেন কৃষকের জীবন নতুন রুপে ফিরে পেয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক আব্দুস সামাদ বলেন, ‘ভাইগো আল্লায় যদি বৃষ্টি না দিতা তে হইলে মইরা গেলামনে, যে ভাবে জমিন ফাটা লইছিল আর কদিন গেলে অবস্থা খারাপ হইলোনে। আল্লায় বাঁচাইচইন।’
একই গ্রামের কৃষক কাউছার মিয়া বলেন, ‘ঝিঙ্গা,চিচিঙ্গা,করল্লা,ঢেঁড়শ জাতীয় ফসলের জন্য খুবই উপকার হয়েছে এই বৃষ্টি। এইসব সবজি মাটিতে রুপন করা হয়েছে অনেক আগেই, বৃষ্টির অভাবে গাছগুলো ফুটছিলনা। এখন খুব দ্রুত বেড়ে উঠবে চারাগুলো।’
এ যেন বৃষ্টি নয়, মহান প্রভুর নেয়ামত। বৃষ্টির কথা জিজ্ঞাসা করতেই কৃতজ্ঞতার সাথে কথা বলছিলেন মসজিদের ইমাম হাফেজ ফয়ছল আহমেদ।
বৃষ্টির কারণে সুর্যের কিরণের আলোকচ্ছটায় প্রকৃতিও হাসছে। হাসছে মানুষ। তৃপ্তির হাসি কৃষকের মুখে। নগর জীবনে যেন প্রাণ ফিরে পেয়েছে।
এস ডি/বি এন-০২