শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২১
১০:১৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২১
১০:১৮ পূর্বাহ্ন
সুতাং ব্রীজের রড চুরির ঘটনায় একদিন পার হয়ে গেলে ও এখনো কোন মামলা হয়নি। শনিবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সুতাং ব্রীজের রডসহ একটি পিকাপ গাড়িকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ উঠে ঠিকাদার গোলাম ফারুকের বিরুদ্ধে ভাংগা ব্রীজের মালামাল নিলামে না তুলে নিজেই বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ও কর্তৃপক্ষের এখনো টনক নড়েনি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বলেন, ‘ থানায় এখনো রডসহ গাড়ি আটক রয়েছে। এখনো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় অধিদপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা এখনো রড চুরি হয়েছে কি না,এ ব্যাপারে এখনো নিশ্চিত নই।’
এ ব্যাপারে কথা হয় নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার সাথে। তিনি বলেন, ‘আমার নির্বাচনের ইশতেহার ছিল সুতাং ব্রীজ ভেংগে নতুন করে নির্মাণ করে দিব। হবিগঞ্জের সাংসদ আবু জাহিরের সার্বিক সহযোগিতায় কাজ ও শুরু হয়েছে। কিন্তু কাজের শুরুতেই ঠিকাদারের বিরুদ্ধে রড চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি এ ব্যাপারে অবগত নই। আমি আশা করব, এই ঘটনায় যেন বহুল প্রত্যাশিত ব্রীজের কাজ যেন থমকে না যায়। এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষ ভাল করে বলতে পারবে। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ঠিকাদার ও এলজিইডির সাথে যোগাযোগ করব।’
এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলার প্রকল্পের এস ও উপ সহকারী প্রকৌশলী মো. মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা তো রডের একটি ইস্টিমেট দিয়েছিলাম, এখন আমরা সেটা খতিয়ে দেখেছি।’
এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হবে কিনা জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
এস ডি/বি এন-০৫