হবিগঞ্জে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২০, ২০২১
১০:৫৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন



হবিগঞ্জে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার প্রথমরেখ গ্রামে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ওই গ্রামের ছবিল মিয়ার কয়েকটি হাঁস তার মামাতো ভাই জাকির মিয়ার বাড়িতে যাওয়া ও এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর ছোট ভাই সাবেক ফুটবলার হোসেন আহমদ (৬৩) গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে থানার পুলিশ ও এলাকাবাসীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

আরআর-০২