শায়েস্তাগঞ্জে তারাবীর নামাজ পড়তে গিয়ে মোটরসাইকেল চুরি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২১
০৯:৩৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৯:৩৯ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে তারাবীর নামাজ পড়তে গিয়ে মোটরসাইকেল চুরি

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরের দরবারে নুরানী শরীফ জামে মসজিদে তারাবী নামাজ পড়তে গিয়ে মোটরসাইকেল চুরি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৯ টায় নুরানী জামে মসজিদে প্রতিদিনের মত মোটরসাইকেল নিয়ে তারাবীর নামাজ পড়তে যান সুরাবই গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. তাহির মিয়া।  

নামাজ শেষে দেখেন তার ১৫০ সিসি রানার নাইট রাইডার (মোটরসাইকেলটি ( হবিগঞ্জ ল-১১১৭৭৬)  কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

এ ব্যাপারে সাইকেলের মালিক মো. তাহির মিয়া বলেন, ‘রমজান মাসে ও আমার নতুন সাইকেলটি চুরি হয়ে গেল। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বলেন, ‘আমি এ বিষয়টি এখন জানলাম। আমি খোঁজ নিয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এস ডি/বি এন-০১