তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৩, ২০২১
১০:০৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
১০:০৪ অপরাহ্ন



তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ

দীর্ঘ ৪ বছর পর টেস্ট ক্রিকেটে উইকেট পাওয়া তাসকিনকে সতীর্থদের অভিনন্দন।

 

ক্যান্ডির পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। দিনশেষে বাংলাদেশের চেয়ে এখনও ৩১২ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। ম্যাচের বাকি আরও দুই দিন। ব্যাটিং স্বর্গ পাল্লেকেলের উইকেটে শেষ বেলায় স্পিন ধরায় কিছুটা সুবিধা পায় টাইগার স্পিনাররা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে লঙ্কানরা ভালোই জবাব দিচ্ছে। উদ্বোধনী জুটিতে ১১৪ রান তোলে শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিনের শেষ সেশনে তাসকিন-তাইজুলরা উইকেটের দেখা পেয়েছেন। তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তার আগে দ্বিতীয় সেশনের শেষ বলে মিরাজ নিয়েছেন একটি উইকেট। 

চা পানের বিরতির ঠিক আগের বলে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। তার বলে পরাস্ত হন হাফসেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে। লেগ বিফোরের ফাঁদে পড়ে ৫৮ রান করে ফিরে যান তিনি। দ্বিতীয় ব্রেক থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ।

দীর্ঘ ৪ বছর পর টেস্ট ক্রিকেটে উইকেট পান তাসকিন। ওশাডা ফার্নান্দোকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। আউটের আগে ফার্নান্দো করেন ২০ রান। দিনের শেষ ব্রেক থ্রু আসে স্পিনার তাইজুলের হাত ধরে। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন ২৫ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুস। 

তবে অধিনায়ক দিমুথ করুনারত্ন অপরাজিত আছেন ২১১ বলে ৮৫ রানে। তার সঙ্গে ২৬ রান নিয়ে ব্যাট করছেন ধনঞ্জয়া ডি সিলভা।

এর আগে নিজেদের ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। টাইগারদের পক্ষে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।

এএন/০৬